চা মশলা পাউডার

"Any time is tea time "
এই প্রবাদটির মর্ম শুধু তারাই‌ বুঝবে যাদেরকে খাঁটি বাংলায় বলা হয় "চা খোর"।😊

চীন জাপানের মতো দেশে চা পান প্রচলিত করা হয় ঔষধ সেবনের জন্য‌‌।
এখন বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মশলা চা। মশলা চা শুধু স্বাদে গন্ধে অতুলনীয় তা কিন্তু নয়। এর রয়েছে অনেক গুনাগুণ।

তার উপর এখন একটু একটু করে চলছে শীতের আগমনী বার্তা। যারা চা তেমন একটা পছন্দ করে না শীতের সময় তারাও অন্তত দিনে একবার হলেও চা পান করেন ‌।

তাছাড়া হালকা ঠান্ডা , খুশখুশে কাশি কিংবা গলা ব্যথায় এ মশলা চায়ের তুলনা হয় না।
প্রতিদিন মশলা চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃদ্ধি পায়।

সারাদিনের ক্লান্তি আর সজীবতা বজায় রাখতে মশলা চা অনেক উপকারী।
একটি চা মশলা থেকেই রং চা কিংবা দুধ চা দুটোই তৈরি করা যাবে এবং আমাদের চা মশলা পাউডার এতটাই পারফেক্ট যে অল্প ব্যবহারেই পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে।

📢 ২০০ গ্রাম কিংবা তার বেশি চা মশলা পাউডার অর্ডার করলেই থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি।🥰
২০০ গ্রাম চা মশলা পাউডার ৩৬০/-
অফারটি চলবে পুরো শীত জুড়ে 🥶☺️

বিঃদ্রঃ বাজার মূল্যের উপর ভিত্তি করে পণ্যের মূল্য পরিবর্তনশীল