আসসালামু আলাইকুম।
আমি মামুন, একজন ওয়েব ডেভেলপার। আমি এই ফিল্ডে প্রায় ২.৫ বছর ধরে কাজ করছি। ওয়েবসাইট তৈরিতে আমি যেসব ব্যবহার করিঃ
1) HMTL, CSS, Bootstrap, JavaScript (Frontend)
2) Python+django, PHP+Laravel (Backend)
3) WordPress
4) Mysql
আমি আমার কাজকে খুব ভালোবাসি এবং সর্বদা চেষ্টা করি যেন ক্লায়েন্টের প্রয়োজনীয় কাজ সঠিক সময়ে ও সুন্দর ভাবে সাবমিট করতে পারি। আমি আমার কাজে সফলতা অর্জন করার জন্য সর্বদা পরিশ্রম করি এবং নতুন স্কিল এবং টেকনোলজি শেখার জন্য সবসময় প্রস্তুত থাকি এবং ক্লাইন্টকে সর্বদা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি।
আমি যেসব সেবা দিয়ে থাকিঃ
১) পোর্টফোলিও ওয়েবসাইট
২) যেকোনো বিজনেজ ওয়েবসাইট
৩) ব্লগ ওয়েবসাইট
৪) ই-কোমার্স ওয়েবসাইট
৫) কর্পোরেট ওয়েবসাইট
৬) শিক্ষামূলক ওয়েবসাইট
৭) ব্যক্তিগত ওয়েবসাইট
এছাড়াও আমি যে কোনো ধরনের ওয়েব সাইট তৈরি করতে সক্ষম।
© কাজ৩৬০ - সর্বসত্ব সংরক্ষিত।